Alexa কৃষিজমিতে পুকুর খনন করে ইট ভাটায় মাটি বিক্রি

কৃষিজমিতে পুকুর খনন করে ইট ভাটায় মাটি বিক্রি

ঠাকুরগাঁও প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৬:০৯ ১৯ জানুয়ারি ২০২০  

ছবি: ডেইলি ‍বাংলাদেশ

ছবি: ডেইলি ‍বাংলাদেশ

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ঠাকুরগাঁওয়ে কৃষিজমিতে চলছে অবাধে পুকুর খনন। পুকুর খননে কৃষির ধংসযজ্ঞ চললেও প্রশাসন যেন কিছুই দেখছে না। প্রভাবশালীরা থেকে যাচ্ছেন ধরাছোঁয়ার বাইরে।

শনিবার সরেজমিনে দেখা যায়, ঠাকুরগাঁওয়ের নেকমরদের করনাইট গ্রামের সড়কসংলগ্ন ফসলি জমিতে এক্সকাভেটর লাগিয়ে প্রায় দুই বিঘা জমিতে পুকুর খনন করা হচ্ছে। আর মাটি বিক্রি করা হচ্ছে ইট ভাটায়। শুধু তাই নয়, ওই এলাকার মানুষের চলাচলের রেকর্ডভুক্ত ১৩ ফিট সড়কও কেটে পুকুর খনন করার অভিযোগ রয়েছে। 

এলাকাবাসী বলছে, এর সঙ্গে জড়িতরা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পাচ্ছে না। এলাকাবাসী বর্তমানে অন্যের জমির ওপর দিয়ে চলাচল করছে। আগামী বর্ষায় এ সড়কটিও ভেঙে পুকুরগর্ভে চলে যাওয়ার আশঙ্কা করছেন তারা। 

ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আফতাব হোসেন বলেন, একদিকে পুকুর খনন যেমন আইনবিরোধী, তেমনি ফসল নষ্ট করে পুকুর খনন করলে প্রকৃতিরও ক্ষতি হয়। এ ব্যাপারে ব্যবস্থা নিতে ডিসির হস্তক্ষেপ চাওয়া হয়েছে। খুব শিগগিরই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। 

এ প্রসঙ্গে ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত ডিসি (রাজস্ব) আমিনুল ইসলাম জানান, বিষয়টি আপনার মাধ্যমে জানতে পারলাম। তদন্ত সাপেক্ষে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।
 

ডেইলি বাংলাদেশ/জেডআর