Alexa কৃষকলীগের সভাপতি সমীর, সাধারণ সম্পাদক উম্মে কুলসুম

কৃষকলীগের সভাপতি সমীর, সাধারণ সম্পাদক উম্মে কুলসুম

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৬:৪০ ৬ নভেম্বর ২০১৯   আপডেট: ১৭:০৬ ৬ নভেম্বর ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

কৃষকলীগের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সমীর চন্দ্র চন্দ এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি। বুধবার রামনা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে এ নাম ঘোষণা করা হয়। নির্বাচিত দু’জনই বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক।

এর আগে কমিটির শীর্ষ দুই পদে নাম প্রস্তাব করেন কাউন্সিলরা। সভাপতি পদে সাবেক সভাপতি মোতাহার হোসেন মোল্লাসহ ১৩ জন ও সাধারণ সম্পাদক পদে ১১ জনের নাম প্রস্তাবে আসে। কাউন্সিলের এই সেশন মনিটরিং করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

কমিটি ঘোষণা করার আগে ওবায়দুল কাদের বলেন, তাদেরকে কম্প্রমাইজ করার জন্য বলেছিলাম। কিন্তু সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে কোন প্রার্থী নাম প্রত্যাহার না করায় আমাদের অভিভাবক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দুজনকে নেতৃত্বের জন্য ঠিক করে দেন। পরে সবার সম্মতিতে নাম ঘোষণা করা হয়েছে।

তিনি আগামী ৭ দিনের মধ্যে বিদায়ী কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকের সঙ্গে বসে পূর্নাঙ্গ কমিটির খসড়া প্রস্তুত করার নির্দেশ দেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আবদুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সংগঠনিক সম্পাদক বাহউদ্দিন নাছিম, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবাহান গোলাপ প্রমুখ।

এর আগে সকাল ১১টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কৃষকলীগের জাতীয় সম্মেলন শুরু হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন।

ডেইলি বাংলাদেশ/জাআ/এস