Alexa কুষ্টিয়ায় সড়কে প্রাণ গেল দুইজনের

কুষ্টিয়ায় সড়কে প্রাণ গেল দুইজনের

কু‌ষ্টিয়া প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৪:৫৯ ২৫ জানুয়ারি ২০২০  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়‌কের দ‌বির মোল্লা গেট এলাকায় নসিমনের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইউসুফ আলী শেখ কুমারখালী উপ‌জেলার প‌শ্চিম লা‌হিনীপাড়া গ্রা‌মের আদু শে‌খের ছে‌লে। এ ঘটনায় চালককে আটক ক‌রে‌ছে স্থানীয়রা।

কুমারখালী থানার ও‌সি জাহাঙ্গীর আলম জানান, সকালে দ‌বির মোল্লা গেট এলাকার এক‌টি চা‌য়ের দোকা‌নে দাঁ‌ড়ি‌য়ে ছিলেন ইউসুফ। এ সময় এক‌টি গরুবোঝাই নসিমন নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে তা‌কে ধাক্কা দেয়। এ‌তে ঘটনাস্থ‌লেই তিনি নিহত হন।

এ‌দি‌কে দুপুরে কু‌ষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়‌কের মিরপুর তালবা‌ড়িয়া এলাকায় রাস্তা পারাপা‌রের সময় বা‌সের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। নিহত রাজিব ম‌ল্লিক একই এলাকার বাসিন্দা।

ডেইলি বাংলাদেশ/এমআর