Alexa কুর্মিটোলায় বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত

কুর্মিটোলায় বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত

প্রকাশিত: ১৩:৩১ ২৯ জুলাই ২০১৮   আপডেট: ১৯:৫৫ ২৯ জুলাই ২০১৮

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

বিমানবন্দ সড়কের কুর্মিটোলায় বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হয়েছে।

রোববার দুপুরে কুর্মিটোলা হাসপাতালের সামনে সড়ক পাড় হওয়ার সময় জাবালে নুর পরিবহনের একটি বাস ওই শিক্ষার্থীদের চাপায় দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন আবদুল করিম ও দিয়া।  আহত হয় আরো ১২জন শিক্ষার্থী।

জানা গেছে, নিহতরা শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী। তাদের মধ্যে করিম দ্বাদশ শ্রেণির ছাত্র ও দিয়া একাদশের ছাত্রী।

ক্যান্টনমেন্ট থানার ওসি কাজী সাহান হক বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্ঘটনায় আহত ১২ জনের ছয়জনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ছয়জনকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা দেয়া হচ্ছে।

ঘটনার পরপর, সড়ক অবরোধ করে রমিজউদ্দিন কলেজের শিক্ষার্থীরা। এ সময় তারা যানবাহনে ভাঙচুর-অগ্নিসংযোগ ও বিক্ষোভ করে। এতে করে ভিআইপি সড়কের উভয় পাশে বন্ধ রয়েছে যান চলাচল। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ডেইলি বাংলাদেশ/টিআরএইচ