Alexa কুমিল্লায় ৪৯ সেরা করদাতাকে সম্মাননা

কুমিল্লায় ৪৯ সেরা করদাতাকে সম্মাননা

কুমিল্লা প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০৩:৪৩ ১৪ নভেম্বর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

সর্বোচ্চ ও দীর্ঘ সময় কর দেয়ায় কুমিল্লার ছয় জেলার সেরা ৪৯ করদাতাদাকে সম্মাননা দেয়া হয়েছে।

বুধবার বিকেলে কুমিল্লা পদুয়ার বাজারের একটি রেস্টুরেন্টে এর আয়োজন করে কুমিল্লা কর অঞ্চল। এখানে কুমিল্লা সিটি কর্পোরেশন, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরের করদাতাদের সম্মাননা স্বরূপ ক্রেস্ট ও সনদ দেয়া হয়।

কুমিল্লার কর কমিশনার এমএম ফজলুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৭ আসনের এমপি অধ্যাপক আলী আশরাফ। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইমরান কবির চৌধুরী, ডিসি মো. আবুল ফজল মীর।

কর কমিশনার এমএম ফজলুল হক জানান, সিটি কর্পোরেশনে অন্যদের মধ্যে কুমিল্লার সর্বোচ্চ করদাতা সদর আসনের এমপি আ.ক.ম বাহাউদ্দিন বাহার। তরুণ করদাতাদের মধ্যে উজ্জ্বল কুমার দে ও নারী করদাতাদের মধ্যে ফারহানা বেগম।

এ সময় ১৪-১৭ নভেম্বরের কুমিল্লার কান্দিরপাড়ার কর ভবন মাঠে আয়কর মেলা উদ্বোধন করা হয়। বাহ্মণবাড়িয়া কার্যালয়ে ১৬-১৯ নভেম্বর, নোয়াখালী বি.আর.ডি.বি হল মিলনায়তনে ১৫-১৮ নভেম্বর, ফেনীতে ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টারে ১৫-১৮ নভেম্বর, চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে ১৬-১৯ নভেম্বর, লক্ষ্মীপুর কার্যালয়ে ১৬-১৯ নভেম্বর মেলার আয়োজন করা হয়েছে।

ডেইলি বাংলাদেশ/এমআর