Alexa কুমিল্লায় রেললাইনের পাশে অজ্ঞাত নারীর লাশ

কুমিল্লায় রেললাইনের পাশে অজ্ঞাত নারীর লাশ

কুমিল্লা প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৪:৫৩ ২২ নভেম্বর ২০১৯  

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কুমিল্লার লালমাই উপজেলার ফয়েজগঞ্জ বাজারের সংলগ্ন রেল লাইনে পাশ থেকে শুক্রবার সকালে এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করা হয়েছে। 

লাকসাম জিআরপি থানার ওসি নাজিম উদ্দিন এ কথা নিশ্চিত করেছেন।

শুক্রবার সকালে উপজেলার ফয়েজগঞ্জ বাজারের সংলগ্ন রেল লাইনের পাশে এক  অজ্ঞাত নারীর লাশ পড়ে থাকতে দেখে লোকজন লালমাই থানা পুলিশকে খবর দেয়। লালমাই থানার ওসি লাশটি রেলওয়ে থানার অধীনে থাকাতে লাকসাম জিআরপি থানার ওসি নাজিম উদ্দিন ফোন করে জানান। 

লাকসাম জিআরপি থানার ওসি নাজিম উদ্দিন বলেন, লালমাই থানার ওসির ফোন পেয়ে আমি সঙ্গে সঙ্গে জিআরপি পুলিশ পাঠিয়েছি লাশ নিয়ে আসার জন্য। এখনো পুলিশ থানায় এসে পৌঁছায়নি এবং নিহতের পরিচয়ও শনাক্ত করা যায়নি।

ডেইলি বাংলাদেশ/জেএইচ