Alexa বাঁশ ঝাড় থেকে বের হলো ১৫ ফুট লম্বা অজগর, অতঃপর...

বাঁশ ঝাড় থেকে বের হলো ১৫ ফুট লম্বা অজগর, অতঃপর...

কুমিল্লা প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৯:২৬ ১৬ অক্টোবর ২০১৯   আপডেট: ১৯:৩১ ১৬ অক্টোবর ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

কুমিল্লার হোমনায় ১২ কেজি ওজনের একটি বিরল প্রজাতির অজগর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে হোমনা পৌর এলাকার বাগমারায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী নওশাদ জানান, খোলা জায়গায় বসে তারা কয়েকজন আড্ডা দিচ্ছিলেন। ওই সময় বাঁশঝাড় থেকে এঁকেবেঁকে গাছের গুড়ির মতো অজগরটি বের হয়ে পাশের একটি খড়ের গাদার নিচে গিয়ে লুকিয়ে পড়ে। পরে তাদের একজন বাড়ি থেকে টেটা এনে সাপটির মাথায় আঘাত করে।

তিনি আরো জানান, টেটাবিদ্ধ সাপটি টেনে বের করার পর তো তাদের সবার চোখ চড়কগাছ। অজগরটির দৈর্ঘ্য ১৫ ফুট, ওজন ১২ কেজি।

হোমনা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সৈয়দ মো. নজরুল ইসলাম বলেন, টেটাবিদ্ধ অজগরটিকে রাতেই উপজেলা পশু সম্পদ কার্যালয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। সেখান থেকে বন বিভাগের মাধ্যমে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ে উন্নত চিকিৎসা দিয়ে কুমিল্লা চিড়িয়াখানায় হস্তান্তর করা হয়েছে।

জেলা ভেটেরিনারি সার্জন ডা. নাজমুল বলেন, মাথায় আঘাতপ্রাপ্ত আজগরটিকে আমরা সাধ্যমতো চিকিৎসা দিয়েছি। সাপটি এখনো বেঁচে আছে। তবে আশঙ্কামুক্ত নয়। এটির আরো উন্নত চিকিৎসা প্রয়োজন।

ডেইলি বাংলাদেশ/এআর