Alexa কুমিল্লায় ট্রাক খাদে, মাছ ব্যবসায়ীসহ নিহত ২

কুমিল্লায় ট্রাক খাদে, মাছ ব্যবসায়ীসহ নিহত ২

কুমিল্লা প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১০:১৭ ১৩ নভেম্বর ২০১৯   আপডেট: ১০:৩৬ ১৩ নভেম্বর ২০১৯

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কক্সবাজার থেকে ঢাকায় মাছ নিয়ে যাওয়ার সময় ট্রাক খাদে পড়ে চালানদার ও হেলপার নিহত হয়েছে। বুধবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচংয়ের কোরপাই এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত মাছ ব্যবসায়ী সৈয়দ হোসেন কক্সবাজারের সদর বাহার চরা এলাকার মতিউর রহমানের ছেলে। তবে নিহত ট্রাকের হেলপারের পরিচয় পাওয়া যায়নি।

কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার এসআই সাইফুল ইসলাম জানান, মহাসড়কের কোরপায়ে একটি মাছ ভর্তি ট্রাক খাদে পড়ে মাছ ব্যবসায়ী ও হেলপার মারা যান। তারা কক্সবাজার থেকে মাছগুলো ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। 

তিনি আরো জানান, নিহত দুই ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। তবে কোন ব্যক্তি আহত হয়নি। দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়েছে। পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাকটিকে উদ্ধার করছে।

ডেইলি বাংলাদেশ/জেএস/টিআরএইচ