Alexa কুমিল্লায় ট্রাকের ধাক্কায় এএসআই নিহত

কুমিল্লায় ট্রাকের ধাক্কায় এএসআই নিহত

কুমিল্লা প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ২১:২৯ ১৩ নভেম্বর ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় ট্রাকের ধাক্কায় লিংকন বড়ুয়া নামে এক এএসআই নিহত হয়েছেন।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের বন্ধু। তাৎক্ষণিকভাবে তার নাম জানা যায়নি। 

নিহত এএসআই লিংকন বড়ুয়ার বাড়ি চট্টগ্রামের পূর্ব গুজার এলাকায়। তিনি চাঁদপুর জেলার কচুয়া থানায় কর্মরত ছিলেন।

কুমিল্লার লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিয়াউল ইসলাম জানান, এএসআই লিংকন ও তার বন্ধুসহ মোটরসাইকেল যোগে কচুয়া থানায়(কর্মস্থল) যাচ্ছিলেন। এ সময় তার বন্ধু মোটরসাইকেল চালাচ্ছিলেন। পদুয়ার বাজার পৌঁছালে একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন লিংকন। তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

ডেইলি বাংলাদেশ/আরএম