কুমিল্লার নাশকতা মামলায় খালেদার জামিন বহাল
প্রকাশিত: ১১:৫৫ ৬ ডিসেম্বর ২০১৮ আপডেট: ১১:৫৫ ৬ ডিসেম্বর ২০১৮

ফাইল ফটো
কুমিল্লার নাশকতা মামলায় বিএনপি নেত্রী খালেদা জিয়ার জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।
বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৬ সদস্যের আপিল বিভাগ এ রায় দেন।
এরআগে জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন চেম্বার বিচারপতি। তার প্রেক্ষিতে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে ওই আবেদনের শুনানি হয়।
আদালতে খালেদার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী এবং তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল। অন্যদিক রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং তার সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো.বশির উল্লাহ।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো.বশির উল্লাহ বলেন, ১৩ ডিসেম্বরের মধ্যে রাষ্ট্রপক্ষকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করতে বলেছেন আপিল বিভাগ। গত ২৮ নভেম্বর হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়ার জামিন মঞ্জুর করেন।
১৩ সেপ্টেম্বর কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কে এম সামছুল আলম তার জামিন আবেদন নামঞ্জুর করে আদেশ দেন। ওই আদেশের বিরুদ্ধে জামিন চেয়ে হাইকোর্টে আপিল করেন খালেদা জিয়া। গেলো ২৮ নভেম্বর হাইকোর্ট খালেদা জিয়ার জামিন মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষ এ আদেশের বিরুদ্ধে আপিল করলে জামিন স্থগিত না করে চেম্বার আদালতে পাঠিয়ে দেন।
২০১৫ সালে কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ডভ্যান পোড়ানোর মামলায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করে ৩২ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ।
ডেইলি বাংলাদেশ/এমআরকে
- খালেদার প্রার্থিতার আদেশ ফেরত পাঠালেন প্রধান বিচারপতি
- চতুর্থ শ্রেণি এই কর্মচারী সিডনিতেও বাড়ি কিনেছিল
- যমুনা ব্যাংকের এমডিকে গ্রেফতারের নির্দেশ
- কলড্রপে চার্জ কাটার ওপর হাইকোর্টের নিষেধাজ্ঞা
- ড. আকাশের আত্মহত্যা
রিমান্ড শেষে কারাগারে মিতু - খালেদার প্রার্থিতা নিয়ে দ্বিধাবিভক্ত হাইকোর্ট
- ফ্রিল্যান্সারদের কোচিংয়ে বাধা নেই: হাইকোর্ট
- এনটিআরসিএ চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি
- কোচিং করাতে পারবে না শিক্ষকরা: হাইকোর্ট
- নাজমুল হুদাকে কারাগারে পাঠানোর নির্দেশ
- সরকারি ডাক্তারদের প্রাইভেট প্রাকটিস বন্ধে আইনি নোটিশ
- ভিকারুননিসার অধ্যক্ষসহ তিন জনের বিরুদ্ধে মামলা
- দণ্ডপ্রাপ্তকে ভোটের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- ভিকারুননিসার শিক্ষিকা হাসনা হেনা কারাগারে
- শিশু সাফায়াতের মৃত্যু
বাবা কাজল ৩ দিনের রিমান্ডে