Alexa কুবিতে গাঁজাসেবী তিন শিক্ষার্থী আটক 

কুবিতে গাঁজাসেবী তিন শিক্ষার্থী আটক 

কুমিল্লা প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১১:৩৪ ১৭ অক্টোবর ২০১৯   আপডেট: ১১:৩৬ ১৭ অক্টোবর ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল থেকে বুধবার রাতে গাঁজা সেবন করা অবস্থায় তিন শিক্ষার্থী আটক হয়েছে। এ সময় তাদের কাছ থেকে গাঁজা, মাদকদ্রব্য সেবনের সামগ্রী, সাদা পাউডার জাতীয় মাদকদ্রব্য, হাতুড়ি ও বেশ কয়েকটি মোবাইল উদ্ধার করা হয়।

আটকরা হলেন- বাংলা বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জসীম উদ্দিন বিজয়, পরিসংখ্যান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সজীব কুমার কর ও পরিসংখ্যান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের খলিলুর রহমান শিবলু।

এ তথ্য নিশ্চিত করেছেন কুবির প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন। তিনি বলেন, অভিযোগ ও মাদকদ্রব্য পেয়েছি। সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। 

এ ব্যাপারে হল প্রাধ্যক্ষ মো. জিয়া উদ্দিন বলেন, হল প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত পরিদর্শন কার্যক্রম হয়। সেই কার্যক্রমের অংশ হিসেবে রাতে ৫০৬ নং কক্ষে তিনজনকে গাঁজা সেবন করা অবস্থায় পাওয়া যায়। এ সময় তাদের কাছ থেকে গাঁজাসহ মাদকদ্রব্য সেবনের বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়। আমরা প্রক্টোরিয়াল বডিকে অবহিত করেছি। উদ্ধার করা মাদকদ্রব্য হস্তান্তর করে কক্ষটি সিলগালা করে দিয়েছি।

কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি মামুনুর রশীদ বলেন, আটকদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়নি।

ডেইলি বাংলাদেশ/এমকেএ