Alexa ‘কিশোররাই গ্যাং কালচার প্রতিরোধ করতে পারে’

‘কিশোররাই গ্যাং কালচার প্রতিরোধ করতে পারে’

চাঁদপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৯:৫৭ ৩০ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৪:০১ ১ অক্টোবর ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুরের ডিসি মো. মাজেদুর রহমান খান বলেন, কয়েকজন কিশোর একসঙ্গে থাকলেই গ্যাং হয় না। তারা একসঙ্গে কোনো ভাল কাজের উদ্দেশ্যেও বের হতে পারে। বরং কিশোররাই এই গ্যাং কালচার প্রতিরোধ করতে পারে।

সোমবার দুপুরে ডিসি কার্যালয়ের সম্মেলন কক্ষে শিশু অধিকার পরিস্থিতি বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

চাঁদপুর জেলা প্রশাসন, বাংলাদেশ শিশু একাডেমি ও সেইভ দ্যা চিলড্রেনের সহযোগিতায় এ সভার আয়োজন করে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স।

এ সময় শিশুদের উদ্দেশ্যে ডিসি মাজেদুর বলেন, তোমরা চাইলেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারো।

ডিসি আরো বলেন, শিশু-কিশোররা শিক্ষকদের কাছ থেকে নৈতিকতা শিখবে। কিন্তু আমি দেখেছি অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকরা শিশুদের সঙ্গে কঠোর আচরণ করেন। এতে শিশুরা নৈতিকতা শেখে না। এসব আমাদের পরিবর্তন করতে হবে।

সভায় আরো উপস্থিত ছিলেন, চাঁদপুরের এডিসি (সার্বিক) মো. শওকত ওসমান, এডিসি এস এম জাকারিয়া, এডিশনাল এসপি মো. মিজানুর রহমান, নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা কাওসার আহমেদ প্রমুখ।

ডেইলি বাংলাদেশ/এআর