Alexa কাশ্মীরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর গুলিতে ৩ জঙ্গি নিহত

কাশ্মীরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর গুলিতে ৩ জঙ্গি নিহত

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১২:৫৩ ১৬ অক্টোবর ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারত নিয়ন্ত্রীত জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনায় তিন জঙ্গি নিহত হয়েছে।

বুধবার স্থানীয় সময় সকালে অঞ্চলটির অনন্তনাগ জেলায় এই গোলাগুলির ঘটনা ঘটে।

ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, দু'পক্ষের গোলাগুলিতে এক সেনা আহত হয়েছেন। অনন্তনাগের পাজালপোরা জেলায় জঙ্গিরা লুকিয়ে আছে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী।

অভিযান শুরুর পর জঙ্গিরাও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। এতে তিন জঙ্গি নিহত হয়েছে এবং এক সেনা আহত হয়েছেন।

গত ৫ আগস্ট সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মাধ্যমে জম্মু-কাশ্মীরের ওপর থেকে বিশেষ মর্যাদা তুলে নেয়া হয়। তারপর থেকেই সেখানে কারফিউ জারি ছিল এবং মোবাইল, ল্যান্ড লাইন ও ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়।

তবে সম্প্রতি ল্যান্ডফোন ও পোস্টপেইড মোবাইল সেবা আবারও চালু করা হলেও ইন্টারনেট সেবা এখনও বন্ধ রাখা হয়েছে।

সূত্র : এনডিটিভি

ডেইলি বাংলাদেশ/মাহাদী