Alexa কালীগঞ্জে প্রবাসী নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

কালীগঞ্জে প্রবাসী নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৮:১১ ১৬ জানুয়ারি ২০২০   আপডেট: ১৮:৪২ ১৬ জানুয়ারি ২০২০

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গাজীপুরের কালীগঞ্জে সীমা বেগম নামে সৌদি আরব প্রবাসী এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে উপজেলার জামালপুর ইউপির গোল্লারটেক গ্রামে ঘরের আড়ার সঙ্গে ওড়নায় ঝুলন্ত তার মরদেহ উদ্ধার করা হয়।

পরে দুপুরে সীমা বেগমের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 
 
নিহত সীমার বাবার নাম আবুল কাশেম। স্বামীর বাড়ি মুন্সিগঞ্জের বিক্রমপুরে। স্বামীর সঙ্গে বছর চারেক আগে ছাড়াছাড়ি হয়। এরপরই গোল্লারটেক গ্রামে নানা রহম আলী সরকারের বাড়িতে এক ছেলে ও মেয়েকে নিয়ে থাকতেন।  

ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান ফারুক মাস্টার জানান, সকালে বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় কান্নাকাটির শব্দ শুনতে পাই। বাড়িতে গিয়ে দেখি ঘরের আড়ার সঙ্গে ওড়না বাঁধা সীমা বেগমের মরদেহ ঝুলছে। পরে স্থানীয়দের সহযোগীতায় মরদেহ নিচে নামিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। কিন্তু তার আগেই মৃত্যু হয় বলে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান। 

তিনি আরো জানান, স্বামীর সঙ্গে ছাড়াছাড়ির পর সীমা তিন বছর যাবৎ সৌদি আরবে ছিলেন। পাঁচ মাসের ছুটিতে দেশে এসেছিলেন। এরইমধ্যে ছুটির চার মাস পেরিয়ে গেছে। এক মাস পর সৌদিতে যাওয়ার কথা ছিলো। রাতে মেয়ের সঙ্গে কোনো বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়েছিল।  

কালীগঞ্জ থানার এসআই আর্শাদ মিয়া জানান, প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ গাজীপুর মর্গে প্রেরণ করা হয়েছে। প্রতিবেদন হাতে পেলে বোঝা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।    

ডেইলি বাংলাদেশ/জেডআর