Alexa কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে কলেজছাত্রী নিহত

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে কলেজছাত্রী নিহত

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৬:০৪ ৫ ডিসেম্বর ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

গাজীপুরের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে ওই উপজেলার আড়িখোলা রেল স্টেশন সংলগ্ন মুনসুরপুর টেকপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত তামান্না আক্তার কালীগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আইয়ুব আলীর মেয়ে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী এএসআই মো. শাহ আলম জানান, সকালে কলেজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তামান্না। রেললাইন পার হওয়ার সময় চট্টগ্রামগামী আন্তঃনগর সোনার বাংলা ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

ডেইলি বাংলাদেশ/এআর