Alexa কালীগঞ্জে ইয়াবাসহ কনস্টেবল গ্রেফতার

কালীগঞ্জে ইয়াবাসহ কনস্টেবল গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৬:২৭ ২৫ জানুয়ারি ২০২০  

ফাইল ছবি

ফাইল ছবি

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ব্রিজের পাশ থেকে ২৫ ইয়াবাসহ এক কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ৯টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

কনস্টেবল মাহমুদুল হাসান ওরফে সৈকত জামালপুর ইউপির ছৈলাদী পূর্বপাড়া এলাকার এস এম মনির উদ্দিনের ছেলে। তিনি নরসিংদী জেলায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। গত আট মাস ধরে তিনি কর্মস্থলে অনুপস্থিত (গড় হাজির) রয়েছেন। ২০১২ সালে তিনি পুলিশ বাহিনীতে যোগদান করেন।

এ বিষয়ে কালীগঞ্জ থানার এসআই সুলতান উদ্দিন খান জানান, দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল সৈকত এলাকায় বসবাস করে ইয়াবা ব্যবসা করছেন। তবে বার বার চেষ্টা করেও হাতেনাতে তাকে গ্রেফতার করা যায়নি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সৈকতের প্যান্টের পকেটে ২৫ ইয়াবা পাওয়া গেছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা (নম্বর ২৫) করা হয়েছে।
 

ডেইলি বাংলাদেশ/আরএম