Alexa কালিয়াকৈর প্রেস ক্লাব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কালিয়াকৈর প্রেস ক্লাব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

গাজীপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৯:৫৭ ৬ ডিসেম্বর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরের কালিয়াকৈর প্রেস ক্লাবের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

এ উপলক্ষে শুক্রবার বিকেলে উপজেলার গোয়ালবাতান এলাকায় প্রেস ক্লাবের উদ্যোগে আলোচনা সভা হয়।  

প্রেস ক্লাবের সভাপতি আইয়ুব রানার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়াম্যান কামাল উদ্দিন সিকদার, কালিয়াকৈরের ইউএনও কাজী হাফিজুল আমীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুরাদ কবীর, সাংবাদিক এমারত হোসেন সোহাগ ও সরকার আব্দুল আলীম।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুরের অ্যাডিশনাল এসপি একেএম জহিরুল ইসলাম, জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক আনোয়ারুল কবির, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিকদার মোশারফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকবর আলী প্রমুখ। পরে মন্ত্রী প্রেস ক্লাবের ভবনের ফলক উন্মোচন করেন। 

ডেইলি বাংলাদেশ/এমআর