কালিয়াকৈরে ওয়ারেন্টের আসামি পিস্তলসহ গ্রেফতার
গাজীপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ০৬:৫৬ ১৯ ফেব্রুয়ারি ২০২০ আপডেট: ০৬:৫৮ ১৯ ফেব্রুয়ারি ২০২০

ছবি: ডেইলি বাংলাদেশ
গাজীপুরের কালিয়াকৈরে এক ওয়ারেন্টভুক্ত আসামিকে পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে উপজেলার সিনাবহ সরকারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি কালিয়াকৈর উপজেলার সিনাবহ এলাকার আক্কাছ আলীর ছেলে।
কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) মনিরুজ্জামান খান জানান, রফিকুল ইসলাম একটি মারামারি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। সে অস্ত্র নিয়ে উপজেলার সিনাবহ সরকারপাড়া অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে বিকেল ৪টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে রফিকুলকে গ্রেফতার করা হয়।
এ সময় তার দেহ তল্লাশি করে তার কাছ থেকে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বুধবার তাকে আদালতে প্রেরণ করা হবে।
ডেইলি বাংলাদেশ/এমকে