Alexa কারিনাকে নিয়ে খেলতেন অক্ষয়!

কারিনাকে নিয়ে খেলতেন অক্ষয়!

বিনোদন ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১০:৪৪ ৮ ডিসেম্বর ২০১৯  

কারিনা কাপুর এবং অক্ষয় কুমার

কারিনা কাপুর এবং অক্ষয় কুমার

খুব শীঘ্রই মুক্তি পাবে অক্ষয় কুমার ও কারিনা কাপুর অভিনীত ছবি ‘গুড নিউজ’। তার আগে ছবির প্রমোশনে গিয়ে কারিনার সঙ্গে তার সম্পর্ক নিয়ে অনেক কথা সকলের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেতা। অক্ষয়ের পাশাপাশি অনেক পুরনো কথা জানালেন কারিনাও।

কারিনার কথায়, অক্ষয় যখন জীবনের প্রথম শট দিচ্ছিল, তখন আমি ক্যামেরার পিছনে ছিলাম। অক্ষয়ের সঙ্গে কাজ করা আমার কাছে ঘরে ফেরার মতোই। ও আমার পরিবারের সদস্যের মতোই একজন, আমি ওর সঙ্গে কাজ করতে ভীষণই স্বচ্ছন্দ।

কারিনার সঙ্গে সম্পর্ক নিয়ে অক্ষয় বলেন, আমি যখন কারিশ্মার সঙ্গে কাজ করতাম, তখন কারিনা অনেক ছোট। আমি ওকে কোলে নিয়ে খেলতাম। আর এখন সেই কারিনাই আমার হিরোইন।

এদিকে অক্ষয়ের আরো একটি ছবি ‘বচ্চন পান্ডে’ ও কারিনা-আমিরের ‘লাল সিং চাড্ডা’ ছবির মুক্তির দিন একই দিনে হওয়ায়, দুই প্রযোজনা সংস্থার মধ্যে একটা সমস্যা তৈরি হয়েছে। শুক্রবার এ বিষয়েও প্রশ্ন করা হয় অক্ষয় ও কারিনাকে। 

বেবো অবশ্য এ বিষয়ে বিন্দুমাত্র অবগত ছিলেন না। তবে অক্ষয় বলেন, এ বিষয়ে যদি পেশাদারি কথা বলতে হয় তাহলে আমি বলব লাল সিং চাড্ডা ছবির মুক্তির দিন পরিবর্তন করলে খুব ভালো হত।

ডেইলি বাংলাদেশ/টিএএস