Alexa ‘কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে’

‘কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে’

খুলনা প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৭:২৭ ২১ জানুয়ারি ২০২০  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে। এজন্য সরকার উপজেলা পর্যায়েও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও ট্রেনিং সেন্টার স্থাপন করছে।

মঙ্গলবার দুপুরে জেলা স্টেডিয়ামের জিমনেসিয়াম হলে দুই দিনের চাকরি মেলার উদ্বোধনীতে তিনি এসব কথা বলেন। বিডিজবস এর আয়োজন করে।

মেয়র বলেন, সরকারের একার পক্ষে দেশের সব শিক্ষিত তরুণদের চাকরির সুযোগ দেয়া সম্ভব নয়। এক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে আন্তরিকতার সঙ্গে এগিয়ে আসতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন খুলনার এডিসি (শিক্ষা ও আইসিটি) গোলাম মাঈনউদ্দিন হাসান, বিডিজবসের পরিচালক (সেলস অ্যান্ড মার্কেটিং) প্রকাশ রায় চৌধুরী।

মেলায় চাকরি প্রদানকারী ৩৪টি প্রতিষ্ঠান অংশ নেয়। প্রতিষ্ঠানগুলো ১১৭টি পদে ২৫০ এর অধিক কর্মী নিয়োগ দেবে। প্রথম দিনেই হাজারো চাকরি প্রার্থী আবেদন নিয়ে উপস্থিত হন।

ডেইলি বাংলাদেশ/এমআর