Alexa কাভার্ডভ্যান কেড়ে নিলো ক্রিকেটারসহ দুইজনের প্রাণ

কাভার্ডভ্যান কেড়ে নিলো ক্রিকেটারসহ দুইজনের প্রাণ

গাজীপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ২০:১৭ ১৪ অক্টোবর ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গাজীপুরে একটি কাভার্ডভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের ভোগড়া বাইপাস মোড় সংলগ্ন পেয়ারা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়ার সোনাতলা উপজেলার গুয়াকোয়া গ্রামের মো. মিঠু মিয়ার ছেলে সজীব হাসান ও ময়মনসিংহের হালুয়াঘাটের হিরা নাথের ছেলে জয়দেব নাথ। জয়দেব নাথ একজন ক্রিকেটার ছিলেন তবে তিনি কোন দলের হয়ে খেলতেন তা এখনো জানা যায়নি।  

বাসন থানার এসআই মো. ইব্রাহিম খলিল জানান, দুপুর দেড়টার দিকে সজীব ও জয়দেব ভোগড়া বাইপাস সড়কে মোটরসাইকেল যোগে যাচ্ছিল। পথে পেয়ারাবাগান নামক স্থানে ঢাকাগামী ডিএইচ ট্রান্সপোর্টের একটি কাভার্ডভ্যানকে ওভারটেরক করতে গেলে ওই কাভার্ডভ্যানের চাপায় তারা দুইজনই ঘটনাস্থলে নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে।

তিনি আরো জানান, এ ঘটনায় কাভার্ডভ্যানের চালক মো. আক্তার হোসেন ও সহকারী মো. মোশারফ হোসেনকে আটক এবং কাভার্ডভ্যানটি হেফাজতে নেয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ডেইলি বাংলাদেশ/আরএম