Alexa কান্নারত কনেকে কোলে নিয়ে দৌড় দিলেন বর

কান্নারত কনেকে কোলে নিয়ে দৌড় দিলেন বর

সোশ্যাল মিডিয়া ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০১:৪৭ ২৬ জানুয়ারি ২০২০   আপডেট: ০১:৫০ ২৬ জানুয়ারি ২০২০

ভিডিও থেকে নেয়া স্ক্রিনশট

ভিডিও থেকে নেয়া স্ক্রিনশট

আজব পৃথিবীর বিভিন্ন অঞ্চলে হাস্যরস সংস্কৃতির প্রথা রয়েছে। আগে সেই সব সংস্কৃতির জন্য ডকুমেন্টারির অপেক্ষায় থাকতে হতো দর্শকদের। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে সেই সব সংস্কৃতির চুম্বক অংশ সহজে পেয়ে যান নেটিজেনরা। তেমনি সম্প্রতি একটি মজার সংস্কৃতি ও বরের কাণ্ডের ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। আর ভিডিওটি দেখে হতবাক হয়েছেন নেটিজেনরা।

ভিডিওতে দেখা যায়, বিয়ের আয়োজন শেষে মেয়ে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে যাওয়ার সময় কান্নায় ভেঙে পড়েন। তবে সেই মায়া কান্নায় ক্ষুব্ধ হন বর। তাই নিজেই কনেকে কোলে তুলে দৌড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন নববিবাহিত যুবক। এতে উপস্থিত সবাই হতবাক হয়ে বরের পিছনে ছুটেন। ওই সময় কনে নিজের আত্মীয়দের নাম স্মরণ করেন।

ভিডিও দেখে নেটিজেনরা মন্তব্য করেন, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সংস্কৃতি রয়েছে। অনেক অঞ্চলের নববিবাহিত মেয়েরা নতুন স্বামীর বাড়িতে যেতে কান্নায় ভেঙে পড়েন। এতে মেয়ের নিকট আত্মীয়রা জোরপূর্বক গাড়ি বা বাহনে তুলে দেন। তবে আচমকা কনেকে কোলে দৌড় দেয়ায় হতবাক হয়েছেন তারা।

>>ভিডিও দেখতে ক্লিক করুন<< 
 

ডেইলি বাংলাদেশ/এমকেএ