Alexa কাঁদলেন বনি কাপুর, বুকে টানলেন দীপিকা!

কাঁদলেন বনি কাপুর, বুকে টানলেন দীপিকা!

বিনোদন ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০৯:৫৫ ৫ ডিসেম্বর ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সম্প্রতি ভারতের প্রযোজক বনি কাপুরের প্রয়াত স্ত্রী নায়িকা শ্রীদেবীকে নিয়ে লেখা একটি বই প্রকাশিত হয়েছে। এতে অনুষ্ঠানে এসে আবেগে কেঁদেছেন স্বামী বনি কাপুর। পরে তার কান্না দেখে আর থাকতে পারেননি দীপিকা। বনিকে তিনি বুকে জড়িয়ে সান্ত্বনা দিতে থাকেন।

এরই মধ্যে বনি কাপুর ও দীপিকার এই ধরণের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে। যেখানে দীপিকাকে এও বলতে শোনা গেছে, আজও শ্রীদেবীকে মনে পড়ে। এমনকি তার কাজের অনুপ্রেরণায় কাপুরদের অবদান অনেকটা। তার কোনো ছবি মুক্তি পেলে এই পরিবারের পক্ষ থেকে সকলের কাছে শুভেচ্ছাবার্তা আসতো।

যখন শ্রীদেবী প্রসঙ্গে দীপিকা এসব কথা বলছিলেন, তখন তার পাশে বসেছিলেন বনি কাপুর। এসময় তিনি দীপিকার কথা শুনে আবেগে ভেঙে পড়েন। আর সঙ্গে সঙ্গেই তাকে বুকে টেনে নেন দীপিকা।

শ্রীদেবীকে নিয়ে বইটি লিখেছেন ভারতের জনপ্রিয় লেখক সত্যার্থ নায়ক। এর মুখবন্ধ লিখেছেন কাজল। সেখানে তিনি লিখেছেন, শ্রীদেবীর সুপারস্টারডাম দেখে বড় হয়েছেন তিনি। বড় পর্দায় শ্রীদেবীর ম্যাজিক মোহিত করেছিল তাকে। অভিনয়ে তিনি যেন একটি প্রতিষ্ঠান। শ্রীদেবীই তার প্রিয় আইকন। শ্রীদেবীই সেরা।

ডেইলি বাংলাদেশ/টিএএস