কসবায় ট্রেন দুর্ঘটনায় নিহতদের পাঁচজনই হবিগঞ্জের
হবিগঞ্জ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৩:৪৪ ১২ নভেম্বর ২০১৯ আপডেট: ১৪:৩১ ১২ নভেম্বর ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার কসবার মন্দবাগ রেলওয়ে স্টেশনে ট্রেন দুর্ঘটনায় নিহতদের মধ্যে পাঁচজনই হবিগঞ্জের। এ ঘটনায় আহতদের মধ্যেও বেশ কয়েকজন হবিগঞ্জের যাত্রী রয়েছেন বলে জানা গেছে।
হবিগঞ্জের পাঁচ নিহতরা হলেন, শহরতলীর আনোয়ারপুর গ্রামের হাসান আলীর ছেলে আলী মো. ইউসূফ। বানিয়াচংয়ের মদনমোরাদ গ্রামের আইয়ুব আলীর ছেলে আল আমিন, শহরতলীর বহুলা গ্রামের আলমগীর মিয়ার ছেলে ইয়াসিন মিয়া, চুনারুঘাটের পীরেরগাঁওয়ের আব্দুল হাশেমের ছেলে হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের ছাত্র আশিকুর রহমান সুজন, উলুকান্দি গ্রামের ফরিদ মিয়ার ছেলে রুবেল মিয়া।
আলী ইউসূফের চাচাতো ভাই নুর ইসলাম জানান, বিভিন্ন গণমাধ্যম ও স্থানীয় প্রশাসনের মাধ্যমে তারা নিহতের বিষয়টি নিশ্চিত হয়েছেন। খবর পাওয়ার পরপরই তারা ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।
তিনি আরো জানান, আলী ইউসূফ স্থানীয় লিটন ফ্লাওয়ার কিন্ডারগার্টেনে অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার তিনি উদয়ন এক্সপ্রেসে স্ত্রী ও সন্তানকে আনতে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হন।
ডেইলি বাংলাদেশ/জেএস/টিআরএইচ