Alexa কলেজছাত্রীকে থাপ্পড়ের দায়ে বখাটের জেল

কলেজছাত্রীকে থাপ্পড়ের দায়ে বখাটের জেল

জামালপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ২১:৩৭ ১৫ মে ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

জামালপুরে কলেজছাত্রীকে ইভটিজিং ও থাপ্পড়ের দায়ে বখাটেকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও ফরিদা ইয়াসমিন এ রায় দেন।

দণ্ডিত কনক মিয়া সদর উপজেলার জয়রামপুর গ্রামের মো. জুয়েল মিয়ার ছেলে।

ইউএনও ফরিদা ইয়াসমিন বলেন, সরকারি আশেক মাহমুদ কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শেষে সিঁড়ি দিয়ে নামার পথে এক কলেজছাত্রীকে কনক উত্ত্যক্তের একপর্যায়ে থাপ্পড় দেয়। এ ঘটনায় ওই ছাত্রী বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে জানালে কনককে আটক করে ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত করলে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

ডেইলি বাংলাদেশ/এমআর

Best Electronics
Best Electronics