Alexa কলাপাতায় ভাত খেলেন মুশফিক!

কলাপাতায় ভাত খেলেন মুশফিক!

স্পোর্টস ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০১:৫৬ ১৫ আগস্ট ২০১৯  

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

মসজিদের বারান্দার বসে পড়া এবং নিজের জার্সি পরিহিত ৩৩ জন বন্ধুর একটি ছবি ফেসবুকে দিয়ে ভাইরাল হওয়ার পর এবার ভাইরাল হয়েছে মুশফিকের ‘কলাপাতায় খাওয়ার’ একটি ছবি। যেখানে দেখা যাচ্ছে, খোলা ময়দানে মাটির ওপর বিছানো কাপড়ের আসনে এক পা মুড়ে বসে কলা পাতায় গোসত দিয়ে ভাত খাচ্ছেন তিনি।

বুধবার নিজের ভিরিফায়েড ফেসবুক পেজে বিকেল পাঁচটার দিকে ছবিটি পোস্ট করা হয়। ছবিটির উপরে কোনো ক্যাপশন দেয়া হয়নি। 

তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, পরিবেশনটা ছিল বগুড়ার ঐতিহ্যবাহী আলুঘাটি (মাংস সহ আলুর ঘন্ট)। সাধারণত মজলিশে (মৃতের কুলখানি) পরিবেশন করা হয়। 

মুশফিকের এ ছবিটি পোস্ট করার পরপরই লাইক, কমেন্ট ও শেয়ারে ভরে যায়। বাংলাদেশ ক্রিকেটের মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিমের এ ছবিটিও রীতিমত ভাইরাল হয়ে যায়।

জাতীয় ক্রিকেট দলের রান মেশিন এবং উইকেট রক্ষক মুশফিকুর রহীম। তার ভক্তকুলের অভাব নেই। যেখানেই যান সেখানেই ভক্তকুলের ভালোবাসায় সিক্ত হন। মুশফিকও ভক্তকুলকে ভালোবাসা দিতে এতটুকুও কার্পণ্য করেন না। যেমন এবারের ঈদুল আজহার দিনেই সবাইকে ভালোবাসা ও শুভেচ্ছায় শিক্ত করেন মুশি।

ডেইলি বাংলাদেশ/আরএ

Best Electronics
Best Electronics