Alexa কলমাকান্দায় হাসপাতালের কম্পিউটার মনিটর গায়েব

কলমাকান্দায় হাসপাতালের কম্পিউটার মনিটর গায়েব

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ২২:৩৩ ২৭ জানুয়ারি ২০২০   আপডেট: ২৩:০০ ২৭ জানুয়ারি ২০২০

ছবি: ডেইলি ‍বাংলাদেশ

ছবি: ডেইলি ‍বাংলাদেশ

নেত্রকোনার কলমাকান্দায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি কম্পিউটারের মনিটর গায়েব হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার সকালে বিষয়টি দৃষ্টিগোচর হয়।

সূত্রে জানা গেছে, সোমবার সকালে মেডিকেল টেকনোলজিস্ট আবুল কালাম আজাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে গিয়ে কক্ষের তালা ভাঙা দেখতে পান। পরে রুমে গিয়ে দেখেন তার কম্পিউটারের মনিটর নেই।

এ ব্যাপারে ইপিআই এর মেডিকেল টেকনোলজিস্ট আবুল কালাম আজাদ কলমাকান্দা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। 

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক ওই স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক বলেন, হাসপাতালে চুরির আতঙ্ক বিরাজ করছে। এ ধরনের ঘটনা কাম্য নয়।

কলমাকান্দা থানার ডিউটি অফিসার এএসআই মো. কাইয়ুম মনিটর চুরির ঘটনায় সাধারণ ডায়েরি করার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি বাংলাদেশ/জেডআর