কলকাতা যাচ্ছেন পাপন, সঙ্গী দুর্জয়,আকরাম ও নান্নু
ক্রীড়া প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৩:২৯ ২০ নভেম্বর ২০১৯ আপডেট: ১৪:৫৫ ২০ নভেম্বর ২০১৯

ফাইল ফটো
প্রথমবারের মত গোলাপি বলে দিবারাত্রির টেস্ট খেলবে বাংলাদেশ-ভারত। এবারই প্রথম ভারতের বিপক্ষে কোন পূর্নাঙ্গ সিরিজ খেলছে বাংলাদেশ। সফরের দুটি টি-টোয়েন্টি ম্যাচে মাঠে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। এবার ঐতিহাসিক টেস্ট ম্যাচটি দেখতে কলকাতা যাচ্ছেন তিনি। সঙ্গে থাকবেন সাবেক তিন অধিনায়ক।
বিসিবি সূত্রে জানা যায়, ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলির আমন্ত্রণে সাড়া দিয়ে আজ বুধবার রাত পৌনে আটটায় কলকাতার উদ্দেশ্যে রওনা দিবেন বোর্ড সভাপতি পাপন।
পাপনের সঙ্গে কলকাতায় যাচ্ছেন কয়েকজন সাবেক ক্রিকেটার ও বোর্ড কর্মকর্তা। তাদের মধ্যে খালেদ মাহমুদ সুজন বাদে আজ বোর্ড সভাপতির সঙ্গে যাচ্ছেন বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক নাইমুর রহমান দুর্জয় এবং আরও দুজন সাবেক অধিনায়ক আকরাম খান এবং মিনহাজুল আবেদীন নান্নু।
আগামীকাল আলাদা ফ্লাইটে কলকাতার উদ্দেশে রওনা দিবেন খালেদ মাহমুদ সুজন।
ডেইলি বাংলাদেশ/আরএস