Alexa কর্মজীবী ল্যাকটেটিং মাদার ভাতা পেল পাঁচশ নারী

কর্মজীবী ল্যাকটেটিং মাদার ভাতা পেল পাঁচশ নারী

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৭:৪১ ১২ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ১৭:৫২ ১২ সেপ্টেম্বর ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরের কালীগঞ্জে কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় ভাতা পেলেন পাঁচশ নারী।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের সহযোগিতা ও মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজনে তাদের হাতে ভাতা তুলে দেন গাজীপুর-৫ আসনের এমপি মেহের আফরোজ চুমকি।

কর্মজীবী ল্যাকটেটিং মাদার ভাতার আওতায় এই পাঁচশ নারী তিন বছরের জন্য নিজের ও সন্তানের স্বাস্থ্য পরীক্ষায় প্রতিমাসে আটশ টাকা করে পাবেন। 

এ সময় উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদফতরের উপ-সচিব ললিতা বর্মন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, কালীগঞ্জের ইউএনও মো. শিবলী সাদিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল গণি ভূঁইয়া, সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাকসুদ-উল-আলম খান মাসুদ, মহিলা সংস্থার সমন্বয়কারী জেসমিন বেগম প্রমুখ।

ডেইলি বাংলাদেশ/এআর