করোনা থেকে সুস্থ হলেন আরো ১৮১ পুলিশ সদস্য
নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৯:৪৫ ২২ মে ২০২০

হাসপাতাল ছাড়ার সময় পুলিশ সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়
করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে আরো ১৮১ পুলিশ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে সাতশ’র বেশি পুলিশ সদস্য এ রোগ থেকে মুক্ত হলেন।
শুক্রবার দুপুরে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল থেকে ছাড়পত্র পান তারা। করোনা পজেটিভ হওয়ায় তারা বিভিন্ন সময়ে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
জানা গেছে, সরকারের আইইডিসিআরের চিকিৎসা প্রটোকল অনুযায়ী ১৮১ পুলিশ সদস্যদের পরপর দুইবার কোভিড-১৯ টেস্ট করা হয়। দু’বারই নেগেটিভ হওয়ায় চিকিৎসকরা তাদের হাসপাতালের ছাড়পত্র দেন। হাসপাতাল ছাড়ার সময় তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. সাইফুল ইসলাম সানতু জানান, দেশে করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকে জনগণের পাশে আছেন পুলিশ সদস্যরা। জনগণকে নিরাপদে রাখতে সম্ভাব্য সবকিছু করেই সম্মুখ যোদ্ধা খেতাব পেয়েছেন পুলিশের সদস্যরা। মানুষ বাঁচাতে নিজেরাও আক্রান্ত হয়েছেন ব্যাপকভাবে।
ডেইলি বাংলাদেশ/ইএ/আরএইচ