করোনার প্রাদুর্ভাবে স্থগিত আইপিএল
স্পোর্টস ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৫:২৩ ১৩ মার্চ ২০২০ আপডেট: ১৬:৩২ ১৩ মার্চ ২০২০

১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছে আইপিএলের এবারের আসর
কয়েকদিন ধরেই গুঞ্জন উঠেছিল পেছাতে পারে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। শেষ পর্যন্ত সত্য হয়েছে গুঞ্জনটি। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কথা বিবেচনা করে স্থগিত করা হয়েছে ভারতীয় ক্রিকেটের জমজমাট এ টুর্নামেন্ট। প্রাথমিকভাবে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত আইপিএলের এবারের আসর স্থগিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
আইপিএলের এবারের আসর স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। শুক্রবার নিজেদের অফিসিয়াল টুইটার পেজে এ বিষয়ে একটি পোস্ট করে আইসিসি জানায়, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব, ২০২০ আইপিএল শুরুর তারিখ ২৯ মার্চ থেকে পিছিয়ে ১৫ এপ্রিল পর্যন্ত করা হয়েছে।
অবশ্য বিসিসিআই থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি।
ডেইলি বাংলাদেশ/এএল