Alexa করোনাভাইরাসে সাংহাইয়ে একজনের মৃত্যু

করোনাভাইরাসে সাংহাইয়ে একজনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৫:৩৫ ২৬ জানুয়ারি ২০২০  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চীনের সাংহাইয়ে মারাত্মক করোনাভাইরাস সংক্রমণে এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশটির অর্থনীতির মূল কেন্দ্র শহরে ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর এটি। 

রোববার দেশটির সরকার এ তথ্য জানিয়েছে।

সাংহাই সরকারের এক বিবৃতিতে বলা হয়, ৮৮বছর বয়সী সেই ব্যক্তি আগে থেকেই কিছু স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছিলেন। এছাড়া শহরটিতে মোট ৪০ জনের ভাইরাসে আক্রান্তের বিষয়টিও নিশ্চিত হওয়া গেছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

রোববার পর্যন্ত চীনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৫৬ জন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা। এছাড়া নতুন এ ভাইরাসে দেশটিতে আক্রান্তের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে বলেও জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। তবে উহান শহরের হাসপাতালে কর্মরত এক নার্স দাবি করেছেন, উহান শহর ও পুরো চীনজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ৯০ হাজার।

করোনাভাইরাস ঠেকাতে চীনের উহানসহ ১৪ টি শহর অবরুদ্ধ করে রাখা হয়েছে। এছাড়া এই পরিস্থিতিতে দেশটির ১০টি শহরে ভ্রমণেও নিষেধাজ্ঞা জারি করেছে চীনা সরকার।

গত বছরের ডিসেম্বর চীনের উহান শহরেই প্রথম করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত ছড়িয়ে পড়া এ ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা।

করোনাভাইরাস আক্রান্ত রোগীর প্রধান লক্ষণ জ্বর, শুষ্ক কাশি ও শ্বাসকষ্ট। প্রাথমিক পর্যায়ে খুব গুরুতর মনে না হলেও শেষ পর্যন্ত এটি প্রাণঘাতী হতে পারে। কারণ এখন পর্যন্ত এই ভাইরাসের কোনো ওষুধ বা প্রতিষেধক আবিষ্কৃত হয়নি।

সূত্র- এএফপি

ডেইলি বাংলাদেশ/এসএমএফ