Alexa কমলগঞ্জে ভাতা পেলেন ১৩৬১ জন

কমলগঞ্জে ভাতা পেলেন ১৩৬১ জন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৭:৪০ ১১ নভেম্বর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

মৌলভীবাজারের কমলগঞ্জে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় বয়স্ক, বিধবা, স্বামী নিগৃহীতা, অসচ্ছল প্রতিবন্ধী ভাতা পেয়েছেন ১৩৬১ জন।

সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে সুবিধাভোগীদের হাতে ভাতার ৮৮ লাখ ৬ হাজার ৮শ টাকা তুলে দেন সাবেক চিফ হুইপ ড. মো. আব্দুস শহীদ।

উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা মো. সুয়েব হোসেন চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আসলাম ইকবাল মিলন, সহসভাপতি আব্দুল হান্নান, ভাইস চেয়ারম্যান রামভজন কৈরি, ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমদ বদরুল প্রমুখ।

পরে ৮৫৫ জন বয়স্ককে মাসিক ৫০০ টাকা হারে এক বছরের জন্য ৫১ লাখ ৩০ হাজার, ৪৫ জন বয়স্ক চা শ্রমিককে ৫০০ টাকা হারে এক বছরের জন্য ২ লাখ ৭০ হাজার, ১৯৪ জন বিধবা ও স্বামী নিগৃহীতাকে ৫০০ টাকা হারে এক বছরের জন্য ১১ লাখ ৬৪ হাজার ও ২৬৭ জন অসচ্ছল প্রতিবন্ধীকে ৭০০ টাকা হারে এক বছরের জন্য ২২ লাখ ৪২ হাজার ৮শ টাকা বিতরণ করা হয়।

ডেইলি বাংলাদেশ/এমআর