Alexa সিলেটে বিশ্বকবির আগমনের শতবর্ষকে কমলগঞ্জে স্মরণ

সিলেটে বিশ্বকবির আগমনের শতবর্ষকে কমলগঞ্জে স্মরণ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৭:০৪ ১৬ নভেম্বর ২০১৯   আপডেট: ১৭:০৫ ১৬ নভেম্বর ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

সিলেটে বিশ্বকবির আগমনের শতবর্ষকে স্মরণ করেছে মৌলভীবাজারের কমলগঞ্জের আম্বিয়া কিন্ডার গার্টেন।  এ উপলক্ষে শনিবার দুপুরে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে প্রতিষ্ঠানটি।

আম্বিয়া কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. সালাউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞানী ড. সেলু বাছিত। সাংবাদিক শাব্বির এলাহীর পরিচালনায় মুখ্য আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহম্মদ আলমগীর। সভায় স্বাগত বক্তব্য দেন অ্যাডভোকেট সানোয়ার হোসেন ও আম্বিয়া কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক মমতা রাণী সিনহা। 

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক মুজিবুর রহমান রনজু, পিন্চু দেবনাথ, সুশিল সিংহ ও আদিবাসী নেতা সমরজিত সিংহ।
এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ সরকারি গণ-মহাবিদ্যালয়ের অধ্যক্ষ কামরুজ্জামান মিয়া, কুলাউড়া ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মো. আব্দুল হান্নান, তাজপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রনজিত সিংহ, কথা সাহিত্যিক আকমল হোসেন নিপু, লেখক ও গবেষক আহমদ সিরাজ, র্দুনীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল হান্নান চিনু প্রমুখ। 

পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয় শিল্পীরা গান ও নৃত পরিবেশন করেন।

ডেইলি বাংলাদেশ/এমকেএ