কবি নির্মলেন্দু গুণের শারীরিক অবস্থা স্থিতিশীল
নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ০০:৩৪ ১৫ ফেব্রুয়ারি ২০২০

ফাইল ছবি
প্রখ্যাত কবি নির্মলেন্দু গুণের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছেন চিকিৎসক।
শুক্রবার এ তথ্য জানান ডা. বরেণ চক্রবর্তী। তার অধীনে ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে ভর্তি আছেন নির্মলেন্দু গুণ।
ডা. বরেণ চক্রবর্তী বলেন, গত বুধবার অবস্থা খারাপ ছিল। সেদিন তার প্রস্রাব বন্ধ হয়ে গিয়েছিল। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল থাকলেও এখনো নিবিড় পরিচর্যা কেন্দ্রেই (আইসিইউ) আছেন তিনি। আমরা তাকে সরাইনি, কারণ তার শ্বাসকষ্ট আছে। একই সঙ্গে আগে থেকে কিডনি ও থাইরয়েডে সমস্যা ছিল। এছাড়া আগে তার বাইপাস অপারেশন হয়েছিল।
বৃহস্পতিবার কবি নির্মলেন্দু গুণ জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন।
ডেইলি বাংলাদেশ/আরএ