Alexa কনে ছাড়াই বিয়ে করলেন বর!

কনে ছাড়াই বিয়ে করলেন বর!

নিউজ ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৮:২০ ১৩ মে ২০১৯   আপডেট: ১৮:২২ ১৩ মে ২০১৯

অজয় বারোত। ফাইল ছবি

অজয় বারোত। ফাইল ছবি

বিয়ের প্রথা অনুযায়ী সব অনুষ্ঠানই ছিলো। গায়ে হলুদ, বরের ঘোড়ায় চড়া, ব্যান্ডের তালেতালে নাচ, খাওয়া-দাওয়া, হই-হুল্লোড়-  কি না ছিলো। খাওয়ানো হয় ৮০০ অতিথিকেও। তবে এই বিয়েতে ছিল না কোনো কনে!

পাত্র অজয় বারোতের (২৭) বিয়ের আগের দিন গুজরাটি প্রথা মেনে গরবাও হয়। কিন্তু কনে ছাড়া বিয়ে কী করে সম্ভব। সম্প্রতি ভারতের গুজরাটে এমনই এক আজব বিয়ের আয়োজন করা হয়।

ভারতীয় গণমাধ্যম এই সময়ের প্রতিবেদনে বলা হয়েছে, ছোটবেলা থেকেই অজয় বারোত লার্নিং ডিসএবিলিটির শিকার। তাই সম্পূর্ণ স্বাভাবিক জীবনযাপন তার পক্ষে কোনোদিনও সম্ভব নয়। কিন্তু অন্যদের দেখে বিয়ের ইচ্ছে জাগে অজয়ের। 

অজয় চেয়েছিলেন তাকে ঘিরেও এরকম একটা অনুষ্ঠান হোক। আর ছেলের মুখের দিকে তাকিয়ে শুধু মন্ত্র পড়ে বিয়েটুকু ছাড়া বাকি সব প্রথার আয়োজন করেন পরিবার।  অতিথিদের কার্ড দিয়ে নিমন্ত্রণও করা হয়।

তার পরিবার জানিয়েছে, কেবল অজয়কে খুশি করতেই এমন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অজয়ের কথা ভেবে এত মানুষ যে তার পাশে এসে দাঁড়িয়েছেন, এতে অভিভূত তারা।

ডেইলি বাংলাদেশ/জেডআর