Alexa কনস্টেবলকে জ‌ড়ি‌য়ে ধ‌রলেন এসপি, চারদিকে প্রশংসার স্রোত

কনস্টেবলকে জ‌ড়ি‌য়ে ধ‌রলেন এসপি, চারদিকে প্রশংসার স্রোত

চুয়াডাঙ্গা প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০৫:১৬ ৭ জুন ২০১৯   আপডেট: ০৮:৩০ ৭ জুন ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

চুয়াডাঙ্গার এস‌পি মাহবুব রহমান পি‌পিএম (বার) তার অধীনস্থ সামান্য একজন পু‌লিশ কনস্টেবলকে রাজপ‌থে জনসম্মুখে বুকে টেনে নেয়ার ছ‌বি সামা‌জিক যোগা‌যোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এরপর থেকে প্রশংসার স্রোতে ভাসছেন এসপি।

অনেকেই মন্তব্য ক‌রে লি‌খে‌ছেন, যেখা‌নে একজন পু‌লিশ কনস্টেবল এসপির সাম‌নে গি‌য়ে কথা বলা বা সাক্ষাৎ করার কথা চিন্তাই কর‌তে পা‌রেনা। সেখা‌নে এসপি মাহবুব তার অধীনস্থ একজন কনস্টেবলকে বু‌কে টে‌নে নি‌য়ে যে মহানুভবতার প‌রিচয় দি‌লেন তা হয়‌তো আমা‌দের দে‌শের জন্য বিরল ঘটনা। আপনার মতো প্র‌তি‌টি জেলার এসপি য‌দি কনস্টেবলদের এভা‌বে বু‌কে টে‌নে নেয়। তা‌দের পা‌শে থে‌কে সাহস জোগায় তাহ‌লে পু‌রো পু‌লিশ বিভা‌গের ভাবমূ‌র্তি প‌রিবর্তন হ‌তে সময় লাগ‌বে না। স্যালুট আপনা‌কে স্যার।

ডেইলি বাংলাদেশ/জেএইচ

Best Electronics
Best Electronics