Alexa ওয়াসার ১১ দুর্নীতি, প্রতিরোধে ১২ দফা সুপারিশ

ওয়াসার ১১ দুর্নীতি, প্রতিরোধে ১২ দফা সুপারিশ

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৫:০৯ ১৮ জুলাই ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

ওয়াসার ১১টি দুর্নীতির উৎস চিহ্নিত করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) গঠিত প্রাতিষ্ঠানিক টিম। একই সঙ্গে এসব দুর্নীতি প্রতিরোধে ১২ দফা সুপারিশও করেছে সংস্থাটি। 

বৃহস্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলামের হাতে এ সংক্রান্ত একটি প্রতিবেদন তুলে দেন দুদকের কমিশনার মো. মোজাম্মেল হক খান।

এ সময় মোজাম্মেল হক সাংবাদিকদের বলেন, আমরা ওয়াসা নিয়ে সমীক্ষা করেছি। ওয়াসায় প্রায় ১১টি জায়গায় দুর্নীতি হওয়ার সম্ভাবনা রয়েছে বা হয়েছে। এর বিপরীতে ১২টি সুপারিশ লিপিবদ্ধ করা হয়েছে। 

তবে এগুলো (সুপারিশ) এমন অকাট্য কোনো বিষয় নয় বলে জানিয়ে তিনি বলেন, এই সংখ্যা আমরা কমাতে বা বাড়াতেও পারতাম। আমরা পর্যবেক্ষণ করে তাদের যেসব জায়গায় দুর্নীতির সুযোগ রয়েছে বা যেসব জায়গায় দুর্নীতি ঘটে বলে বিভিন্ন ধরনের তথ্য রয়েছে, এর ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করেছি

এটা বিশাল কোনো গবেষণাধর্মী প্রতিষ্ঠানের কাজ নয় উল্লেখ করে তিনি বলেন, এটা আমাদের কর্মকর্তারা করেছেন। তবে যেগুলো বলেছি তা খণ্ডন করারও কিছু নেই। এগুলো বাস্তব কথাবার্তা।

ডেইলি বাংলাদেশ/এসএইচআর/এমআরকে

Best Electronics
Best Electronics