Alexa ওয়াজ মাহফিলে ইভটিজিং, প্রতিবাদে প্রাণ গেল যুবকের

ওয়াজ মাহফিলে ইভটিজিং, প্রতিবাদে প্রাণ গেল যুবকের

কুষ্টিয়া প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৫:১৭ ৭ ডিসেম্বর ২০১৯   আপডেট: ১৫:১৮ ৭ ডিসেম্বর ২০১৯

ফাইল ছবি

ফাইল ছবি

কুষ্টিয়ার কুমারখালীতে ওয়াজ মাহফিলে ইভটিজিংয়ের প্রতিবাদে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার ঘোষপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মান্নান খাঁ গোবিন্দপুর গ্রামের জামাল খাঁর ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন- চরসাদীপুর ইউপির চরকুশাখালী গ্রামের বকুল প্রামাণিকের ছেলে তারিকুর রহমান, জলিল মণ্ডলের ছেলে মুন্না মণ্ডল, ইদ্রিস মণ্ডলের ছেলে সাগর মণ্ডল ও মুরাদ শেখের ছেলে ইব্রাহিম শেখ।

ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন জানান, রাতে ঘোষপুর জামে মসজিদ মাঠে ওয়াজ মাহফিলে যান মান্নান। এ সময় মেয়েদের ইভটিজিং করাকে কেন্দ্র কয়েকজন যুবকের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করে তারা। স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুমারখালী থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি বাংলাদেশ/এমআর