Alexa ওড়না তুলে দিয়ে প্রশংসায় ভাসছেন শাহরুখ    

ওড়না তুলে দিয়ে প্রশংসায় ভাসছেন শাহরুখ    

বিনোদন ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৮:১৯ ১০ ডিসেম্বর ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শাহরুখ খান-গৌরি দুজন যেমন ভাল দম্পতি তেমন ভালো বন্ধুও। একে অপরকে সেরা স্বামী ও সেরা স্ত্রী হিসেবে আখ্যায়িত করেন এই জুটি।

সম্প্রতি ভাইরাল হয়েছে এই জুটির একটি ভিডিও। সেখানে গৌরির ওড়না তুলে দিয়ে প্রশংসায় ভাসছেন শাহরুখ। ভক্তরা কিং খানকে একজন আদর্শ, ম্মার্ট স্বামী হিসেবে প্রশংসা করছেন।

ভিডিওতে দেখা যায়, একটি প্রসাধনী সংস্থার অনুষ্ঠানে স্ত্রী গৌরী খানকে নিয়ে হাজির হয়েছিলেন শাহরুখ। প্রসাধনী সংস্থার আয়োজিত অনুষ্ঠানের রেড কার্পেটে হাঁটতে গিয়ে গৌরীর গাউনের বেশ কিছুটা অংশ মাটিতে পড়ে যায়।

ওই ঘটনা শাহরুখের চোখে পড়তেই তৎপর হয়ে ওঠেন তিনি। গৌরীর পোশাকের ওড়না মাটি থেকে তুলে নিয়ে, হাতে ধরে হাঁটতে শুরু করেন। নিজের বা গৌরী খানের ম্যানেজারকে ওই কাজ করতে দেননি কিং খান।

ইন্টারনেটে ওই ভিডিও প্রকাশ হওয়ার পরই তা ভাইরাল হয়ে যায়।  

ভিডিও দেখতে ক্লিক করুন

ডেইলি বাংলাদেশ/এমএইচ