Alexa ঐক্য ফ্রন্টে ঐক্য নেই: তথ্যমন্ত্রী 

ঐক্য ফ্রন্টে ঐক্য নেই: তথ্যমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৪:৩৪ ২৬ মে ২০১৯  

ফাইল ফটো

ফাইল ফটো

ঐক্য ফ্রন্টে ঐক্য নেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। 

রোববার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, য়ারা নিজেদের ঐক্য ধরে রাখতে পারে না, তারা কিভাবে একটি বৃহত্তর ঐক্য করবে?

খালেদা জিয়ার জীবন সংকটাপন্ন-বিএনপি নেতাদের এমন দাবি প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটা ঠিক নয়। এটা যদি খালেদা জিয়া জানতে পারেন তাহলে তিনিই উষ্মা বা মৃদু ক্ষোভ প্রকাশ করবেন।

হাছান মাহমুদ বলেন, তার (খালেদা জিয়া) শারীরিক অবস্থা বর্তমানে ভালো। তাকে সর্বোচ্চ চিকিৎসা দিতে সরকার সচেষ্ট।

তিনি আরো বলেন, তাকে দেশের সর্বোচ্চ চিকিৎসা দেয়া হচ্ছে। তার জন্য সার্বক্ষণিক একজন নার্স, একজন ফিজিওথেরাপিস্ট, একজন ডাক্তার রয়েছেন। তারা সবসময় খালেদা জিয়ার খোঁজখবর নিচ্ছেন। 

এছাড়া খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও কাজের লোকও রয়েছেন বলে জানান তথ্যমন্ত্রী।

ডেইলি বাংলাদেশ/এসএইচআর/এমআরকে

Best Electronics
Best Electronics