Alexa ঐক্যফ্রন্টের অবস্থা দেখে হাসি পায়: তথ্যমন্ত্রী

ঐক্যফ্রন্টের অবস্থা দেখে হাসি পায়: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৪:০৬ ১০ জুন ২০১৯   আপডেট: ০৯:৩৯ ১১ জুন ২০১৯

ফাইল ফটো

ফাইল ফটো

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ঐক্যফ্রন্টের অবস্থা দেখে আমার হাসিও পায়, আবার করুণাও হয়। ঐক্যফ্রন্টের ঐক্য নেই। ঐক্য ধরে রাখার জন্য তারা বৈঠক ডেকেছে। অর্থাৎ তাদের মধ্যেই ঐক্য নেই।

সোমবার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, এরই মধ্যে ঐক্যফ্রন্টের কয়েকজন নেতা ঐক্যফেন্ট ছাড়ার ঘোষণা দিয়েছে। যারা নিজেদের ঐক্য ধরে রাখতে পারে না, তাদের আন্দোলনের ঘোষণা, সরকারের বিরুদ্ধে বৃহত্তর ঐক্য করার ঘোষণা; এগুলো সব হাস্যকর।

শপথ নিয়েই সংসদকে অবৈধ বললেন বিএনপির সংরক্ষিত এমপি রুমিন ফারহানা। এর প্রতিক্রিয়ায় তথ্যমন্ত্রী বলেন, তিনি শপথ নিয়েই বললেন এই সংসদ অবৈধ। তার মানে এমপি হিসেবে তিনিও অবৈধ। 

এ বক্তব্যের মাধ্যমে রুমিন ফারহানা নিজেকে নিজে অবৈধ বললেন বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। 

তিনি আরো বলেন, তাদের বক্তব্য সবসময় দ্বৈততা। প্রথমে বলেছে কোন অবস্থায় তারা এমপি হিসেবে শপথ নেবে না। পরে তারা শপথগ্রহণ করেন, এমনকি নারী এমপির ভারটাও নিলেন। তাদের কথা ও কাজে সবসময় বৈপরিত্ব। 

ডেইলি বাংলাদেশ/এসএইচআর/এমআরকে