Alexa এ যেন সেই পুরনো নাসির! 

এ যেন সেই পুরনো নাসির! 

স্পোর্টস ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৪:৫৩ ১২ নভেম্বর ২০১৯  

ছবিঃ সংগৃহীত

ছবিঃ সংগৃহীত

একসময় জাতীয় দলের নির্ভরযোগ্য খেলোয়াড় ছিলেন। তবে দলে স্থান হারিয়েছেন বহু আগেই। নিজের পারফরম্যান্সে একসময় দেশসেরা ফিনিশারের খেতাব পেয়েছিলেন। সেই পুরনো নাসির হোসেনই যেনো আবার ফিরে এসেছেন জাতীয় ক্রিকেট লিগে। অন্তত ব্যক্তিগত পারফরম্যান্স তার পক্ষেই কথা বলছে।

মঙ্গলবার এবারের জাতীয় লিগে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন নাসির হোসেন। এর আগে তিনবার অর্ধশতকের দেখা পেলেও তিন অংক ছুঁতে পারছিলেন না। ঢাকা বিভাগের বিপক্ষে শতক করে সেই আক্ষেপ মেটালেন তিনি।

ঢাকার বিপক্ষে রংপুরের এ ব্যাটসম্যান শুধু তিন অংক ছুঁয়েই থামেননি। বোলারদের নিয়ে লড়ে ১৬১ রানে থাকেন অপরাজিত। ২৮৩ বলের ইনিংসে ছিল ১৯টি চার ও একটি ছয়ের মার। এ ম্যাচে যেনো দেখা গেলো পুরনো সেই নাসিরকে, যাকে আউট করতে হাপিত্যেস করতো বোলাররা। একইসঙ্গে দলকে এনে দিয়েছেন লড়াই করার পুঁজি।

নাসির দেড়শ পেরিয়ে গেলেও দ্বিতীয় ইনিংসে রংপুরের সংগ্রহ খুব বড় হয়নি। ৯ উইকেটে ২৭১ রান তুলে ইনিংষ ঘোষণা করেছে তারা। পঞ্চম রাউন্ডের চতুর্থ ও শেষ দিনে ২৮৪ রানের লক্ষ্যে ব্যাট করছে ঢাকা।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ঢাকার সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১৩৪ রান। হাতে থাকা ৭ উইকেটে ১৫০ রান করতে হবে ঢাকার। শেষ সময়ে এসে ম্যাচটি বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে। 

ডেইলি বাংলাদেশ/এএল