Alexa এসএ গেমসে বাংলাদেশের প্রথম স্বর্ণপদক দীপুর

এসএ গেমসে বাংলাদেশের প্রথম স্বর্ণপদক দীপুর

ক্রীড়া প্রতিবেদক  ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৩:০৬ ২ ডিসেম্বর ২০১৯   আপডেট: ১৩:১৫ ২ ডিসেম্বর ২০১৯

ছবিঃ সংগৃহীত

ছবিঃ সংগৃহীত

দক্ষিণ এশিয়ান গেমসের (এসএ গেমস) প্রথম দিনেই সোনা জিতলো বাংলাদেশ। তায়কোয়ান্দো ২৯+ পোমসে ইভেন্টে এই পদক জিতেছেন দীপু চাকমা। তার হাত ধরেই কাঠমান্ডুতে প্রথমবারের মতো বাজল দেশের জাতীয় সংগীত।

এর আগে এবারের আসরে মেয়েদের একক কারাতে ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশি প্রতিযোগী হোমায়রা আক্তার অন্তরা। সোমবার হোমায়রার এই ব্রোঞ্জ জেতার মধ্য দিয়ে এবারের আসরে প্রথম পদক পায় বাংলাদেশ। এর কিছু পরেই আসে সুখবর। দীপুর হাত ধরে সোনা জেতে বাংলাদেশ।

কারাতে ইভেন্টে ৫ জন প্রতিযোগীর মধ্যে তৃতীয় হয়েছেন হোমায়রা। মেয়েদের এই একক কারাতে ইভেন্টে স্বর্ণপদক জিতেছে পাকিস্তান এবং রৌপ্য জিতেছে নেপাল।

ব্রোঞ্জ জেতার পর হোমায়রা বলেন, আনন্দ ভাষায় প্রকাশ করতে পারছি না। কিন্তু আমার পারফরম্যান্স আশানুরূপ হয়নি।

এছাড়া ছেলেদের এককেও ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। চারজন প্রতিযোগীর মধ্যে তৃতীয় হয়ে ব্রোঞ্জপদক জিতেছেন বাংলাদেশের হাসান খান।

ডেইলি বাংলাদেশ/আরএস/এএল