এশিয়া কাপে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৬:০৬ ১৮ নভেম্বর ২০১৯ আপডেট: ১৬:৪১ ১৮ নভেম্বর ২০১৯

ছবি : সংগৃহীত
শান্ত- সৌম্যর অসাধারণ ব্যাটিংয়ে ইমার্জিং এশিয়া কাপে টানা তিন জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ। নেপালকে ৮ উইকেট হারিয়ে টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছে নাজমুল হোসেন শান্তর দল।
সোমবার বিকেএসপিতে গ্রুপে পর্বে নিজেদের শেষ ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল নেপালের বিপক্ষে ১৫৬ বল হাতে রেখে ৮ উইকেটের বড় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৫৯ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক শান্ত। এছাড়া নাঈম শেখ করেন ৪৫ রান।
নেপালের দেয়া ১৩৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৪ রানের ওপেনিং জুটি গড়ে তোলেন সৌম্য সরকার ও নাঈম শেখ। আগের দুই ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান সৌম্য এদিন আউট হন ১১ রানে। এরপর বড় জুটি গড়ে জয়ের পথ সহজ করেন নাঈম ও শান্ত। দলীয় ১১৩ রানে ৪৫ রান করে আউট হন নাঈম। তবে ইয়াসির আলীকে সঙ্গে নিয়ে দলকে জয় উপহার দিয়ে মাঠ ছাড়েন শান্ত। তিনি ৫৯ রানে ও ইয়াসির ১৮ রানে অপরাজিত থাকেন।
আগে টস জিতে নেপালকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে বাংলাদেশি বোলারদের তোপে পড়ে নেপালের ব্যাটসম্যানরা। ৮৫ রানেই ৮ উইকেট হারিয়ে ১০০ রানের নিচে অলআউট হওয়ার শঙ্কায় পড়ে তারা। তবে সোম্পাল ও কারাণের ব্যাটে ৪৪.৩ ওভারে অলআউট হওয়ার আগে ১৩৮ রান করে নেপাল। সোম্পাল করেন ৩৮ রান।
অন্যদিকে কারাণের ব্যাট থেকে আসে ১৮ রান। সুমন খান ও মিনহাজুল আবেদিন আফ্রিদি সমান ৩ উইকেট শিকার করেন। এছাড়া তানভীর ইসলাম ও মেহেদি হাসান ২টি করে উইকেট শিকার করেন।
সংক্ষিপ্ত স্কোর:
নেপাল ইমার্জিং দল: ৪৪.৩ ওভারে ১৩৮ (সম্পাল ৩৮; সুমন ৮.৩-০-২৯-৩, মেহেদি রানা ৬-০-২৫-০, তানভির ১০-২-২৬-২, আফ্রিদি ১০-০-২৯-৩, মেহেদি হাসান ৯-১-২৫-২, সৌম্য ১-০-২-০)
বাংলাদেশ ইমার্জিং দল: ২৪ ওভারে ১৪০/২ (নাঈম ৪৫, সৌম্য ১১, শান্ত ৫৯*, ইয়াসির ১৮*; কারান ১/১১, শুশান ১/২৪)
ফল: বাংলাদেশ ইমার্জিং দল ৮ উইকেটে জয়ী
ডেইলি বাংলাদেশ/আরএস