Alexa এরশাদের আসন ছেড়ে দিলো আওয়ামী লীগ

এরশাদের আসন ছেড়ে দিলো আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৮:৪৪ ১৬ সেপ্টেম্বর ২০১৯  

ফাইল ফটো

ফাইল ফটো

রংপুর-৩ আসনের উপ-নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম রাজু। এসময় তার সঙ্গে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা ছিলেন। 

সোমবার বিকেলে রংপুর আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়ে প্রার্থীতা প্রত্যাহার করেন তিনি। 

এসময় রেজাউল করিম বলেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সিদ্ধান্তে মনোনয়ন প্রত্যাহার করেছেন তিনি।

এর প্রতিবাদে নগরীর ডিসি মোড় এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আওয়ামী লীগ প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় জাতীয় পার্টি ও বিএনপিসহ ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ডেইলি বাংলাদেশ/এমআরকে/এস