Alexa এবার রুপালি পর্দায় আসছেন ইরফান পাঠান 

এবার রুপালি পর্দায় আসছেন ইরফান পাঠান 

বিনোদন ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৫:২৬ ১৫ অক্টোবর ২০১৯   আপডেট: ১৫:২৮ ১৫ অক্টোবর ২০১৯

সংগৃহীত

সংগৃহীত

ভারতীয় ক্রিকেট দলের সাবেক অলরাউন্ডার ইরফান পাঠানকে একটি তামিল ছবিতে অভিনয় করতে দেখা যাবে। টুইট করে নিজেই সেই কথা জানিয়েছেন তিনি।

দক্ষিণী ছবির সুপারস্টার বিক্রমের সঙ্গে অভিনয় করবেন তিনি। এই ছবির পরিচালনা করবেন অজয় নানামুথু। অজয় এর আগে ডেমোন্টি কলোনি, ইমাইকাক্কা নোদিগালের মতো ছবির পরিচালনা করেছেন। তার এই নতুন সফরের কথা টুইট করে জানান ইরফান পাঠান।
 
২০১২-র পর থেকে একটিও আন্তর্জাতিক ম্যাচ খেলেননি পাঠান। ২০১২-র ২ অক্টোবর শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ ম্যাচে তিনি শেষবার ভারতের জার্সি গায়ে তোলেন। হরভজন সিং-এর পর তিনি টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিক করা দ্বিতীয় ভারতীয় বোলার। 

২৯টি টেস্ট খেলে তিনি ১০০ উইকেট নিয়েছেন, রান করেছেন ১১০৫। ১০২টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে ১৭৩ উইকেট নেন তিনি, রান করেন ১৫৪৪।

ডেইলি বাংলাদেশ/এমকে