Alexa এবার বরিশালে মদপানে দুইজনের মৃত্যু

এবার বরিশালে মদপানে দুইজনের মৃত্যু

বরিশাল প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৮:০৮ ১০ অক্টোবর ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

বরিশাল নগরীর হাটখোলায় অতিরিক্ত মদপানে দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শেরে-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। 

মৃতরা হলেন- বরিশাল নগরীর দফতরখানার জোসিস প্রকাশ রায়ের ছেলে সিদ্ধার্থ রায় মিঠু ও নরেন্দ্র নাথ কর্মকারের ছেলে বিকাশ চন্দ্র রায়।

কোতোয়ালি মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম বলেন, অতিরিক্ত মদ্পানে মৃত্যুর খবর পাই। কিন্তু গোপনে মরদেহ দুটি শেষকৃত্যের সময় উদ্ধার করা হয়। মৃতদের মধ্যে একজন হাসপাতালে মিথ্যা তথ্য দিয়ে ভর্তি হয়েছিলেন। 

বুধবার অতিরিক্ত মদপানে আটজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সাত পুরুষ ও এক নারী ছিলেন।

ডেইলি বাংলাদেশ/এমকেএ