Alexa পিতৃত্ব নিয়ে সন্দেহে বাবার হাতে শিশু খুন

পিতৃত্ব নিয়ে সন্দেহে বাবার হাতে শিশু খুন

ফরিদপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৪:৪২ ১৯ অক্টোবর ২০১৯   আপডেট: ১৮:৫৫ ১৯ অক্টোবর ২০১৯

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সুনামগঞ্জে শিশু তুহিন হত্যাকাণ্ডের রেশ না কাটতেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে ফরিদপুরে। শুক্রবার রাতে সদরপুর উপজেলায় আড়াই বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা করেছেন বাবা।

নিহত রহমত প্রামাণিক ওই উপজেলার ভাষানচর ইউপির চাঁদপুর গ্রামের হানিফ প্রামাণিকের ছেলে।

শিশুটির মা স্বপ্না বেগমের অভিযোগ, কিছুদিন ধরেই ছেলেকে নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা চলছিলো। রহমতের পিতৃত্ব স্বীকার করছিলেন না হানিফ প্রামাণিক। পিতৃত্বের দাবি অস্বীকার করে রহমতকে হত্যা করে পালিয়েছেন তিনি।

স্বপ্না বেগম আরো জানান, রাতে খাওয়া-দাওয়ার পর সবাই ঘুমিয়ে পড়েন। হঠাৎ জেগে দেখেন বাবা-ছেলে বিছানায় নেই। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশের ধানক্ষেতে ছেলের মরদেহ পান। কিন্তু হানিফ প্রামাণিককে কোথাও খুঁজে পাননি।

সদরপুর থানার ওসি মো. লুৎফর রহমান জানান, রাতেই শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় হানিফ প্রামাণিকের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন স্বপ্না বেগম। ঘটনার পর থেকেই হানিফ প্রমাণিক পলাতক রয়েছেন।

১৪ অক্টোবর সুনামগঞ্জের দিরাইয়ে পাঁচ বছর বয়সী তুহিনকে গলা, কান ও পুরুষাঙ্গ কাটার পর পেটে দুটি ছুরি ঢুকিয়ে হত্যা করে বাবা আবদুল বাসির, চাচা নাসির উদ্দিন ও চাচাতো ভাই শাহরিয়ার।

ডেইলি বাংলাদেশ/এআর/টিআরএইচ/জেএইচ