Alexa এবার ডেঙ্গুতে প্রাণ হারালেন জাবি শিক্ষার্থী  

এবার ডেঙ্গুতে প্রাণ হারালেন জাবি শিক্ষার্থী  

জাবি প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৮:৫৪ ২৭ জুলাই ২০১৯   আপডেট: ২০:০২ ২৭ জুলাই ২০১৯

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

একদিন আগেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফিরোজ। একদিন পর সেই পথের পথিক হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ফার্মেসি বিভাগের ৪৮তম আবর্তনের (প্রথম বর্ষ) শিক্ষার্থী উ খেং নু রাখাইন।

শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনি মারা যান। উ খেং নু রাখাইন বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। উখেংনুর বাবার নাম মংবা অং মংবা। তিনি কক্সবাজার জেলা পরিষদের কর্মকর্তা। উখেংনু তার একমাত্র কন্যা।

জানা যায়, কয়েকদিন আগে উ খেং নু রাখাইন ক্যাম্পাসে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। এরপর সে কয়েকদিন এনাম মেডিকেলে ভর্তি ছিল। পরে অবস্থার অবনতি হলে বাসায় চলে আসে। সপ্তাহ খানেক আগে জ্বর না সারলে শনিবার তাকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছিল। বিকেল ৫ টার দিকে কক্সবাজারের নিজ বাড়ি থেকে চট্টগ্রাম মেডিকেলে যাওয়ার পথে সে মৃত্যুবরণ করে। 

তার মৃত্যুর খবরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

ডেইলি বাংলাদেশ/এমএইচ

Best Electronics
Best Electronics